এনবি নিউজ : দাম্পত্যে টানাপোড়েনে শেষ পর্যন্ত ভেঙে যাচ্ছে চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরীফুল রাজের সংসার। ১৮ সেপ্টেম্বর পরীমনি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। এর দুদিন পর ২০ সেপ্টেম্বর দুপুর থেকে তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। পারিবারিক একটি সূত্রও এই নোটিশের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরীকে না পাওয়া গেলেও অল্পক্ষণের জন্য পাওয়া গেছে রাজকে।
রাজের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানায় পাঠানো ডিভোর্স লেটারে পরীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে—পরী চারটি কারণে রাজকে ডিভোর্স দিতে চান—মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া ও মানসিক অশান্তি।
ডিভোর্সের ব্যাপারটি নিশ্চিত করে বুধবার সন্ধ্যার পর এনবি নিউজকে কাজী আবু সাইদ বলেন, ‘১৬ সেপ্টেম্বর আমাদের সঙ্গে পরীর পক্ষের লোকজন যোগাযোগ করেন। লেটারে উল্লিখিত সাক্ষীদের উপস্থিতিতে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর পরীমনির আইনজীবীর গুলশান অফিসে ডিভোর্স হয়েছে। সেখান আমার সহকারী আলী আশরাফ উপস্থিত ছিলেন। পরের দিন ১৮ সেপ্টেম্বর উত্তর বাড্ডার আলীর মোড়ের, সাতারকুল রোডের আমার অফিস থেকে ডিভোর্স লেটার রেজিস্ট্রি করা হয়। এরপর ওই দিনই দুপুর ১২টার দিকে রাজের গ্রামের বাড়ির ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি।’