এনবি নিউজ : নওগাঁর মান্দা উপজেলায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বিজয়পুর নামক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়কে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, মান্দা উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের নাজির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও একই গ্রামের আছর আলীর ছেলে আলফাজ হোসেন (৩৫)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এনবি নিউজকে জানান, গতকাল শুক্রবার রাতে সাইদুর রহমান ও আলফাজ হোসেন মান্দা উপজেলা সদর থেকে একটি মোটরসাইকেলে করে বাদলঘাটায় গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার বিজয়পুর নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইদুর ও আলফাজ নিহত হন। পুলিশ রাতেই তাঁদের লাশ উদ্ধারের পর সুরতহাল করে।
ওসি আরও জানান, নিহত দুজনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল রাতেই তাঁদের লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।