• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা এলার্ম ব্যবহারের সুবিধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাকে বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার। ভারত থেকে চাল আমদানির অনুমতি গতমাসে দেশে বিজিবির হাতে বাং এক মাসে ২২৫ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পন্য আটক যশোরে জামায়াত নেতা হত্যার আসামীসহ ৫ অপরাধী গ্রেফতার ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার। দ্রব মুল্যের বাজার নিয়ন্ত্রনে বেনাপোলে ভোক্তা অধিকারের সাথে বানিজ্য সংগঠনের বৈঠক বেনাপোলে “হাফওয়ে শেল্টার হোম” উদ্বোধন ডিজিটাল বাণিজ্য নীতিমালায় এলসি ছাড়াই আমদানি-রপ্তানির সুযোগ

ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণকে দমন করে রেখেছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ আগস্ট, ২০২১ সংবাদটির পাঠক ৪ জন

এনবি নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবার সমন্বয়ে কমিটি করে করোনা মোকাবেলার প্রস্তাব দিলেও সরকার তা গ্রহণ করেনি। ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণকে দমন করে রেখেছে।

তিনি বলেন, সরকার করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। মানুষের কোনো কাজ নেই। জিডিপি কমে গেছে। তারা লুটপাট দুর্নীতি করে নিজেদের পকেট ভারি করছে। নানা নামে দীর্ঘদিন থেকে লকডাউন দিয়ে জনগণের সঙ্গে তামাশা করছে।

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা এবং তার নির্বাচনী এলাকা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় তিনটি করোনা হেল্প সেন্টার উদ্বোধন উপলক্ষে নাটোরে আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, একদিন মানুষ জেগে উঠবে। তরুণ সমাজকে সাহস নিয়ে জেগে উঠতে হবে। দেশকে দেশের মানুষকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে সবাইকে মাঠে নামতে হবে। বসে থেকে লাভ নেই। এই সরকার, বিএনপির ৫শ নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীকে খুন করেছে। হাজার হাজার মামলা দিয়ে নেতাকর্মীদের এলাকায় থাকতে দিচ্ছে না। নিজেদের মধ্যে কোন্দল নয় ঐক্য গড়ে তুলতে হবে। বাম, ডান পশ্চিম সব ভেদাভেদ ভুলে যেতে হবে। এই সময়ে প্রয়াত ফজলুর রহমান পটলের মতো ত্যাগী নেতা বিএনপিতে খুবই প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, জনগণের স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। করোনায় জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে সরকার উদাসীন। দুর্নীতি করে তারা নিজেদের পকেট ভরায় ব্যস্ত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পটলের সঙ্গে জীবনে প্রথম সাক্ষাতের যে মধুর স্মৃতি তা আমি কখনোও ভুলবো না। পটল ছাত্রজীবন থেকেই ভীষণ জনপ্রিয় নেতা ছিলেন। তার বক্তব্য ছিল তুলনাহীন। বেঁচে থাকলে তিনি আরও অনেক বড় অবস্থানে যেতে পারতেন।

সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজ আপনারা যে দুলুকে দেখেন তা পটলের সৃষ্টি, পটলই আমার রাজনৈতিক বাবা। নাটোরের বাইপাস মহাসড়ক, স্টেডিয়ামসহ জেলায় যত উন্নয়ন সব প্রতিমন্ত্রী পটলই করেছেন।

নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সোমবার সকাল সাড়ে ১১টায় প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার ফারজানা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত ফজলুর রহমান পটলের কর্মময় জীবন নিয়ে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত ও ওবায়দুর রহমান চন্দন, নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজ, প্রয়াত পটলের ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু।

অনুষ্ঠানে নাটোর জেলা এবং লালপুর ও বাগাতিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটলের নির্বাচনী এলাকা নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) উপজেলায় তিনটি করোনা হেল্প সেন্টার উদ্বোধন ঘোষণা করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:২৩ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৪৩ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:০৬ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:০৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:২৯ অপরাহ্ণ
    এশা রাত ৬:৪৯ অপরাহ্ণ