কেনিয়ার মধ্যাঞ্চলের কিতুই শহরের গভর্নর চ্যারিটি নিলু সাংবাদিকদের বলেন, শনিবার সকালে এখানে ভয়ানক এই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, এ পর্যন্ত ২৩টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসে আরও মরদেহ রয়েছে। রোববার সকালে মরদেহ উদ্ধার কাজ আবার শুরু হবে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন গভর্নর নিলু। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেড ক্রসের কর্মীদের সঙ্গে তাঁকে দেখা যায়। উদ্ধার ও তল্লাশির জন্য সম্ভব সবকিছু করার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, ৪ শিশুসহ ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।