এনবি নিউজ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত ছিলেন এবং বাকিরা উপসর্গে ভুগছিলেন।
বর্তমানে করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ৭৩ জন। তাঁদের মধ্যে পজিটিভ ৩৭ জন। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন চার জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৯ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটর মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন আজ রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।
করোনায় মারা গেছেন শেরপুর জেলা সদরের লুৎফর রহমান (৪২) এবং ময়মনসিংহ সদরের মায়া রানী (৬৪)। উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ভালুকার নুরুল হক (৬৫), ইশ্বরগঞ্জের দুলাল মিয়া (৫২) এবং ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫)।
ময়মনসিংহের ওয়ান স্টপ ফ্লু কর্নার থেকে ২৪ ঘণ্টায় সেবা নিয়েছেন ২৩৭ জন এবং ২০ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।