• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা এলার্ম ব্যবহারের সুবিধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাকে বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার। ভারত থেকে চাল আমদানির অনুমতি গতমাসে দেশে বিজিবির হাতে বাং এক মাসে ২২৫ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পন্য আটক যশোরে জামায়াত নেতা হত্যার আসামীসহ ৫ অপরাধী গ্রেফতার ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার। দ্রব মুল্যের বাজার নিয়ন্ত্রনে বেনাপোলে ভোক্তা অধিকারের সাথে বানিজ্য সংগঠনের বৈঠক বেনাপোলে “হাফওয়ে শেল্টার হোম” উদ্বোধন ডিজিটাল বাণিজ্য নীতিমালায় এলসি ছাড়াই আমদানি-রপ্তানির সুযোগ

সরকার নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায় না : মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২ সংবাদটির পাঠক ৩ জন

এনবি নিউজ : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এইবার আমরা যখন নামবো, এদের খবর করে ছাড়বো। এই খবর করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, সবার কাছে বলি এখনই সময়। এই সরকার নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায় না। এই সরকার আগের মতো গুলি চালাবার সাহস পায় না।’

আজ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে’ নাগরিক নারী ঐক্য আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জিনিসপত্রের দাম কমাও, আমাদের বাঁচতে দাও। সরকারের কাছে এটা আমাদের আবেদন। তারা এখন নিজেরা দাম কমাতে পারে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি নাই কমাতে না পারে, তাহলে তারা ক্ষমতায় আছে কেন?’

নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে দ্রব্যের দাম কমাবে জানিয়ে মান্না বলেন, ‘নাগরিক ঐক্য যদি ক্ষমতায় যায়, নাগরিক ঐক্যের বন্ধু সংগঠন যারা আছে, তারাও যদি ক্ষমতায় যায়, এদেশের ভাগ্য বদলাবে। আমাদের অঙ্গীকার, জিনিসের দাম কমবে। কারণ, আমরা জানি, সিন্ডিকেট ভাঙতে পারলে জিনিসের দাম কমবে।’

সরকার দেশকে জাহান্নামে নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘যত খারাপ শাসন আপনারা দিয়েছেন, এর চেয়ে খারাপ আর কেউ করতে পারবে না। যেই ক্ষমতায় যাক, কিছু না করলেও আপনাদের থেকে ভালো করবে। তারা (সরকার) জিনিসের দাম কমাতে পারে না। কিন্তু অধিকারের কথা বললে টুটি চেপে ধরবে। তাতেও না হলে ক্রসফায়ার করবে। অবশ্য ক্রসফায়ার মাসদুয়েক বন্ধ। কারণ, ওদের ওপর অদৃশ্য ক্রসফায়ার চলছে।’

এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এই কয়েকবছর আগে এরা ক্ষমতায় আসার আগে, আমরা দেখতাম— লেখাপড়ার একটা মান ছিল। আজ তিনটা থার্ড ক্লাস পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, সচিবালয়ের সচিব হয়। প্রশাসন ধ্বংস হয়েছে গেছে। শিক্ষা চিকিৎসা বাসস্থান কোনও কিছুর নিশ্চয়তার নেই। ভাত দেওয়ার সাধ্য নাই কিন্তু কিল দেওয়ার গোসাই।’

নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগ করতে হবে, নয়তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে বিদায় করতে হবে জানিয়ে মান্না বলেন, ‘সরকার এমনি এমনি যাবে না। তাদের থেকেও কড়ায়-গণ্ডায় অত্যাচার, দুর্নীতির হিসাব করা হবে, বিচার করা হবে। এসব ক্ষেত্রে ছাড় দেবে, এমন কোনও সরকার আর এ দেশে আসবে না।’

মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাবসহ প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:২৩ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৪৩ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:০৬ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:০৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৩০ অপরাহ্ণ
    এশা রাত ৬:৫০ অপরাহ্ণ