এনবি নিউজ ডেস্ক : চীনের ইনচুয়ানে একটি বারবিকিউ রেস্তোঁরায় গ্যাসের লাইনের লিক থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) এ ঘটনা ঘটে।
এদিন রেস্তোঁরায় প্রচুর মানুষ ছিল। বিস্ফোরণে আহত হয়েছে বহু মানুষ। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। গ্যাসের লাইন থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমকে প্রশাসন জানায়, বৃহস্পতিবার হঠাৎ গ্যাসের লাইনের লিক থেকে এই বিস্ফোরণ হয়। কীভাবে গ্যাসের লাইন ফুটো হলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।