এনবি নিউজ : বাংলাদেশ সফরে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্তিনেজ।
১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ সোমবার ভোরে বাংলাদেশে এসেছেন মার্তিনেজ। ঢাকায় পৌঁছে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে ওঠে বিশ্রাম নেন বিশ্বজয়ী এই গোলরক্ষক।
ফিফার বর্ষসেরা গোলকিপার মার্তিনেজকে ঢাকায় এনেছে ফান্ডেড নেক্সট নামের আইটিবিষয়ক একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এ তারকা বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’
এর আগে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবার দেখা করেন মার্তিনেজের সঙ্গে। মার্তিনেজের আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে তুলেছেন ছবি। নিয়েছেন মার্তিনেজের অটোগ্রাফ।
এ টি