এনবি নিউজ : বাংলাদেশের অন্যতম চর্চিত নায়িকা তিনি। শুধু বাংলাদেশেই নয়, কলকাতায়ও ছবি করেছেন তিনি। রাজ চক্রবর্তীর পরিচালনায় আদৃত রায়ের বিপরীতে ‘নুর জাহান’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। যাঁর সঙ্গেই ছবি করছেন তাঁর সঙ্গেই প্রেমের গুঞ্জন ছড়িয়েছে তাঁর। তবে সব থেকে বেশি প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে শাকিব খানের সঙ্গে। তিনি হলেন, পূজা চেরি। সম্প্রতি নিজের বিয়ে থেকে সহ-অভিনেতাদের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা।
এমনিতেই বুবলী-অপুকে নিয়ে ত্রিকোণ সম্পর্কে রয়েছেন অভিনেতা। এর মাঝেই শাকিবের সঙ্গে বার বার নাম জড়িয়েছে পূজার। সেই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘‘আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদৃতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশে শাকিব খান, সিয়াম, রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। যখনই যাঁর সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তা হলে তো ভাল। তার মানে আমরা পর্দায় ভাল কাজ করছি।’’