টিকু চরিত্রে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অবনীত কৌর। তবে ২১ বছর বয়সী অভিনেত্রী মনে করেন, এসবের পেছনে তাঁর কঠোর পরিশ্রম আছে।
নবাগত এই নায়িকা বলেন, ‘দীর্ঘ সংগ্রামের পর সুযোগ পেয়েছি। এ ক্ষেত্রে নিজের কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিতে চাই। ভাগ্যের হাত ধরে কোনো মিরাকল আমার জীবনে এখনো ঘটেনি। তাই আমি খুব বেশি ভাগ্যে বিশ্বাসী নই।’
অবনীত আরও বলেন, ‘আমার লক্ষ্য ছিল টিকু হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। আশা করি, আমি তা করতে পেরেছি। আগামী দিনে নানা চরিত্রের মাধ্যমে মানুষের মন জয় করতে চাই।’
অভিনয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী অবনীত। তাঁর নাচের ভিডিও নেট–দুনিয়া মাতিয়ে বেড়ায়। ছোটবেলা থেকে কত্থক নাচের তালিম নিয়েছেন তিনি। অবনীত অভিনয়ের চেয়ে নাচকে এগিয়ে রাখতে চান।
এই তরুণী বলেন, ‘আমি পেশাদার নৃত্যশিল্পী। আমার জীবনে আগে নাচ, পরে অভিনয়। নাচই আমাকে অভিনয়ে নিয়ে এসেছে। নাচ আমি কখনো ছাড়তে পারব না। আমার মতো কঙ্গনা ম্যাম কত্থক ভালোবাসেন। এ ব্যাপারে আমাদের মিল আছে।’
নিজের স্বপ্নের অভিষেক নিয়ে অবনীত বলেন, ‘এর চেয়ে ভালো অভিষেক আমার আর হতে পারত না। কঙ্গনা ম্যাম ছবির প্রযোজক আর নওয়াজ স্যারের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সব দিক থেকে এক পারফেক্ট দলের সঙ্গে কাজ করেছি। আর কঙ্গনা ম্যাম অনেকের মধ্য থেকে আমাকে নির্বাচন করেছেন।’