এনবি নিউজ ডেস্ক : দুই দেশের সম্পর্ককে আরও ‘গভীর ও বৈচিত্র্যময়’ করার ব্যাপারে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে এক নৈশভোজে তাঁরা প্রতিরক্ষা, পারমাণবিক জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সিক্স–জির মতো অত্যাধুনিক প্রযুক্তিগত সহায়তার ব্যাপারে আলোচনা করেছেন।
আজ শনি ও কাল রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের ২০টি উন্নত ও উন্নয়নশীল দেশের জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন। এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল শুক্রবার ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে রাতে এক নৈশভোজে যোগ দিয়ে ৫০ মিনিটের বেশি সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তিনি।