এনবি নিউজ : ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার জনগণকে জরুরিভিত্তিতে ভিসা দেওয়ার কথা ভাবছে জার্মানি। জার্মানিতে বসবাসরত অভিবাসীদের ক্ষতিগ্রস্ত আত্মীয়দের খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবা দিতে এ পদক্ষেপ নিচ্ছে বার্লিন। শনিবার (১১ ফেব্রুয়ারি) জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফিজার এ কথা জানান।
ন্যান্সি ফিজার বলেন, ‘এটি একটি জরুরি সহায়তা। তুর্কি ও সিরিয়ার যেসব পরিবার জার্মানিতে আছে, কোনও জটিলতা ছাড়াই দুর্যোগ কবলিত এলাকা থেকে নিজেদের আত্মীয়-স্বজনদের নিয়ে আসতে পারবে। তাদের দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
তবে, এই ভিসার মেয়াদ হবে তিন মাস। ভূমিকম্পে দেশ দুটির লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং মৃতের সংখ্যা ২৯ হাজার পার হওয়ায় সহায়তার সিদ্ধান্ত নিয়েছে জার্মান কর্তৃপক্ষ।
প্রায় ৩০ লাখ তুর্কি ও ১০ লাখ সিরীয় অভিবাসী বর্তমানে বাস করছে জার্মানিতে। যাদের বেশিরভাগই ২০১৫-১৬ আশ্রয় নেয় দেশটি। ওই উদ্যোগ নিয়েছিলেন সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এনালেনা বারবক বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সহায়তা ঝামেলা ছাড়া ভিসা দিতে চেষ্টা করছি আমরা। এ কারণে তুরস্ক ও সিরিয়ায় কর্মী আরও বাড়িয়েছি।’
বারবক আরও জানান, ‘এ বিষয়ে কাজ শুরু করতে জার্মান স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে একটি কার্যনির্বাহী দল তৈরি করেছে।’ সূত্র: আল জাজিরা
এ টি