এনবি নিউজ : জাপানের বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র ওসাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার এ খবর জানিয়েছে।
জাপানের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন এনএইচকে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগিয়েছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।
অগ্নিকাণ্ডে কারও মৃত্যুর তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত না করলেও স্থানীয় গণমাধ্যম বলেছে—হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাস বন্ধ (কার্ডিওপালমোনারি অ্যারেস্ট) হওয়া অন্তত ২৭ জনকে ভবন থেকে বের করা হয়েছে। মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানানোর আগে প্রাথমিক প্রতিবেদনে প্রায়ই ‘কার্ডিওপালমোনারি অ্যারেস্ট’ কথাটি ব্যবহৃত হয়ে থাকে।
বিবিসি জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা বহুতল ভবনটির চতুর্থ তলার আগুন নেভাতে সক্ষম হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে—আগুন লাগা চতুর্থ তলার জানালাগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার সকালে তাদের একটি ভবনে আগুন লাগার খবর জানানো হয়। এর আধঘণ্টা পরে আগুন নেভাতে সক্ষম হন উদ্ধারকারীরা। আগুনে ভবনটির প্রায় ২০ বর্গমিটার (২১৫ বর্গফুট) এলাকা পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগা ভবনটি ওসাকার একটি ব্যস্ত বাণিজ্যিক ও বিনোদন অঞ্চলে অবস্থিত।