নিজস্ব প্রতিনিধি:
কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম) এর আয়োজনে ঢাকা কাঁটাবন গ্লোরিয়াস রেস্টুরেন্টে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল কনসাম এর উপদেষ্টা ওমর ফারুক আল নোমানীর সভাপতিত্বে বঙ্গবন্ধু রাজনীতি চর্চা পরিষদের সভাপতি জহিরুল ইসলাম নিউটন আলোচনা সভার উদ্বোধন করেন।
এসময় কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ (শাহীন) প্রধান আলোচকের বক্তব্যে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির সাংবিধানিক স্বীকৃতি, কবির জন্ম বা মৃত্যু দিবসটি সরকারি ছুটি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাম কবি নজরুল মহাসড়ক নামকরণসহ বিভিন্ন দাবি পুনঃরায় উত্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান বক্তব্য রাখেন।
কনসাম উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিয়াদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কনসাম ব্যবস্হাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন এম,জে এইচ মঞ্জু, শামসুল হক, প্রমুখ। কনসাম চেয়ারম্যান, এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন) সকল অতিথি মহোদয়কে সম্মাননা স্নারক প্রদান করেন।
কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম) অায়োজিত অলোচনা সভা শেষে ইফতার পূর্বে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে পীরজাদা ওমর ফারুক অাল নোমানীর মোনাজাত শেষে উপস্থিত সকল ব্যক্তিবর্গ ইফতার গ্রহন করেন।