০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৮

ডেস্ক নিউজ

আজকের কথা,বেনাপোল (যশোর): যৌথ বাহিনীর অভিযানে মাগুরা জেলার সদর থানার পারলা এলাকা থেকে অস্ত্রসহ ৮ জন গ্রেফতার হয়েছে।

বুধবার(০৯ এপ্রিল) ভোর রাতে লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সহ ফরিদ হাসান খান ও তার ৮ সহযোগীকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে,চাইনিজ পিস্তল- ১ টি, ম্যাগাজিন ১ টি,ওয়ান শুটার গান ২ টি,ওয়ান শুটার গান এ্যামু ০৪ টি,এয়ার গান১ টি,এয়ার গান এ্যামুনিশন ২৬৪ রাউন্ড, ২২ এ্যামুনিশন ৭ রাউন্ড,পিস্তল এ্যামুনিশন ১ রাউন্ড,চাইনিজ কুড়াল ২ টি,চাপাতি ৬ টি, মদ ২ বোতল ও নগদ অর্থ ১ লাখ ৪৫ হাজার টাকা ও ১১ টি মোবাইল


গ্রেফতারকৃত আসামীরা হলেন, মাগুরা সদর এলাকার ফরিদ হাসান খান (৫৬), সোহেল রেজা (৩৮), নূহুদারুল হুদা (৫৯, ইলিয়াছ খান (৩৩),আইনূল হোসাইন (৪৪),আব্দুল জলিল জুয়েল (৩৫), শাহিন শেখ (২৮),সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮),কাজী আরিফুল হক (৪৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল বলে নানান মহল থেকে অভিযোগ রয়েছে।।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
১৭

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৮

আপডেট: ০৯:০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

আজকের কথা,বেনাপোল (যশোর): যৌথ বাহিনীর অভিযানে মাগুরা জেলার সদর থানার পারলা এলাকা থেকে অস্ত্রসহ ৮ জন গ্রেফতার হয়েছে।

বুধবার(০৯ এপ্রিল) ভোর রাতে লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সহ ফরিদ হাসান খান ও তার ৮ সহযোগীকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে,চাইনিজ পিস্তল- ১ টি, ম্যাগাজিন ১ টি,ওয়ান শুটার গান ২ টি,ওয়ান শুটার গান এ্যামু ০৪ টি,এয়ার গান১ টি,এয়ার গান এ্যামুনিশন ২৬৪ রাউন্ড, ২২ এ্যামুনিশন ৭ রাউন্ড,পিস্তল এ্যামুনিশন ১ রাউন্ড,চাইনিজ কুড়াল ২ টি,চাপাতি ৬ টি, মদ ২ বোতল ও নগদ অর্থ ১ লাখ ৪৫ হাজার টাকা ও ১১ টি মোবাইল


গ্রেফতারকৃত আসামীরা হলেন, মাগুরা সদর এলাকার ফরিদ হাসান খান (৫৬), সোহেল রেজা (৩৮), নূহুদারুল হুদা (৫৯, ইলিয়াছ খান (৩৩),আইনূল হোসাইন (৪৪),আব্দুল জলিল জুয়েল (৩৫), শাহিন শেখ (২৮),সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮),কাজী আরিফুল হক (৪৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল বলে নানান মহল থেকে অভিযোগ রয়েছে।।