আইপিএলে চার–ছক্কায় হাজারি কোহলি
টি–টোয়েন্টি চার–ছক্কার খেলা। আর এই সংস্করণের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে চার–ছক্কা মারায় এত দিন সবার ওপরেই ছিলেন বিরাট কোহলি। গতকাল রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সেই জায়গায় নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন কোহলি, যেটা মনে রাখার মতোই এক মাইলফলক। আইপিএলে চার–ছক্কা মিলিয়ে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার দৌড়ে শুধু কোহলিই এখন হাজারি ক্লাবের সদস্য।
কোহলি এবার আইপিএল খেলতে নেমেছিলেন চার–ছক্কা মিলিয়ে ৯৭৭টি বাউন্ডারি নিয়ে। এখন পর্যন্ত মেরেছেন ১৬টি চার ও ৮ ছক্কা। এবারের আইপিএলে এখন পর্যন্ত ২৫ চার ও ২৪ ছক্কা নিয়ে বাউন্ডারি মারার তালিকায় শীর্ষে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান।
চলতি আইপিএলে আর একটি ফিফটি পেলেই দারুণ এক ক্লাবে একজনের একাকিত্ব ঘোচাবেন কোহলি। সেই ক্লাবটি হলো স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি—যেখানে ৩৯৮ ইনিংসে ১০৮ ফিফটি নিয়ে শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার। ৩৮৭ ইনিংসে ৯৯ ফিফটি পাওয়া কোহলি এই তালিকায় অস্ট্রেলিয়ান কিংবদন্তির পাশে বসতে নিশ্চয়ই মুখিয়ে আছেন।
আইপিএলের এক ভেন্যুতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড আগেই ভেঙেছেন কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ক্রিস গেইলের ১২৭ ছক্কাকে পেছনে ফেলেছিলেন আগেই। কাল দুটি ছক্কায় দূরত্বটি আরও বাড়িয়েছেন বেঙ্গালুরু তারকা। এই স্টেডিয়ামে তাঁর ছক্কাসংখ্যা এখন ১৩০।
হারের পর দিল্লির লোকেশ রাহুলের সঙ্গে হাত মেলাচ্ছেন কোহলিএএফপি আইপিএলে চার–ছক্কা মিলিয়ে ১০০১ বাউন্ডারি মারা কোহলিকে ধরার সুযোগ থাকলে শুধু রোহিতেরই আছে। ৯২০ বাউন্ডারি (চার–ছক্কা) মেরে এ তালিকায় দ্বিতীয় ধাওয়ান অবসর নিয়েছেন গত বছর। ৮৯৯ বাউন্ডারি মারা ওয়ার্নারকে আইপিএলের সর্বশেষ মেগা নিলামে কেউ কেনেনি। ৩৮ বছর বয়সী এ ওপেনারকে আর আইপিএলে দেখা যাবে কি না, তা নিয়েও সন্দেহ আছে। ৮৮৫ বাউন্ডারি নিয়ে এ তালিকায় চতুর্থ রোহিত এবারও খেলছেন।