০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

তৈরি হও, ঝড় আসছে! চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন দিতে প্রস্তুত বাংলাদেশ – বাংলাদেশ অধিনায়ক শান্ত

ডেস্ক নিউজ

ফাইল ফটো

ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ চড়ছে! কারণ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে প্রস্তুত বাংলাদেশ দল। শান্তর নেতৃত্বে বাঘেরা এবার বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়ে দেওয়ার মিশনে নেমেছে।

প্রস্তুতি ম্যাচে ধাক্কা, কিন্তু লক্ষ্য অটল

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের পরাজয় হয় বাংলাদেশের। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হারকে কোনোভাবেই বড় করে দেখছেন না। বরং মূল ম্যাচগুলোতেই নজর তার। আত্মবিশ্বাসের তেজে উজ্জ্বল শান্ত জানিয়ে দিয়েছেন, ‘‘তৈরি হও, ঝড় আসছে!’’

বিশ্বকে কাঁপানোর বার্তা শান্তর

প্রস্তুতি ম্যাচের পরেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে, ব্যাট হাতে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শান্তর ক্যাপশন ছিল, ‘‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’’

শান্তর এই বার্তার সাথে সুর মিলিয়েছে আইসিসিও। নিজেদের ফেসবুক পেজে তারা বাংলাদেশ দলের চার তারকা—শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে লিখেছে, ‘‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’’

ভারতের বিপক্ষে বড় লড়াই, এরপর পাকিস্তান সফর

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর দল যাবে পাকিস্তানে, যেখানে রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচের হালকা ধাক্কা কাটিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এবার মাঠ কাঁপানোর অপেক্ষায়। টাইগারদের ঝড় তুলতে প্রস্তুত তো তোমরা? গর্জে উঠুক বাংলাদেশ!

 

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
২৯

তৈরি হও, ঝড় আসছে! চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন দিতে প্রস্তুত বাংলাদেশ – বাংলাদেশ অধিনায়ক শান্ত

আপডেট: ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

ফাইল ফটো

ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ চড়ছে! কারণ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে প্রস্তুত বাংলাদেশ দল। শান্তর নেতৃত্বে বাঘেরা এবার বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়ে দেওয়ার মিশনে নেমেছে।

প্রস্তুতি ম্যাচে ধাক্কা, কিন্তু লক্ষ্য অটল

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের পরাজয় হয় বাংলাদেশের। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হারকে কোনোভাবেই বড় করে দেখছেন না। বরং মূল ম্যাচগুলোতেই নজর তার। আত্মবিশ্বাসের তেজে উজ্জ্বল শান্ত জানিয়ে দিয়েছেন, ‘‘তৈরি হও, ঝড় আসছে!’’

বিশ্বকে কাঁপানোর বার্তা শান্তর

প্রস্তুতি ম্যাচের পরেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে, ব্যাট হাতে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শান্তর ক্যাপশন ছিল, ‘‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’’

শান্তর এই বার্তার সাথে সুর মিলিয়েছে আইসিসিও। নিজেদের ফেসবুক পেজে তারা বাংলাদেশ দলের চার তারকা—শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে লিখেছে, ‘‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’’

ভারতের বিপক্ষে বড় লড়াই, এরপর পাকিস্তান সফর

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর দল যাবে পাকিস্তানে, যেখানে রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচের হালকা ধাক্কা কাটিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এবার মাঠ কাঁপানোর অপেক্ষায়। টাইগারদের ঝড় তুলতে প্রস্তুত তো তোমরা? গর্জে উঠুক বাংলাদেশ!