‘রিয়াল সেমিতে যাবে না,
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। ধার ও ভার বিবেচনায় এ ম্যাচে রিয়ালকেই এগিয়ে রাখবেন বেশির ভাগ ফুটবলপ্রেমী। কিন্তু অপ্টার সুপার কম্পিউটার বলছে অন্য কথা। কোয়ার্টার ফাইনালের সীমানা পেরিয়ে নাকি সেমিফাইনালে যেতে পারবে না রিয়াল।
কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে কোন দল সেমিফাইনালে যাবে, অপ্টার সুপার কম্পিউটার শুধু সেটা অনুমান করেই থেমে থাকেনি। এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা কোন দল জিতবে, সেই ভবিষ্যদ্বাণীও করেছে সুপার কম্পিউটার—বার্সেলোনা।
ব্রিটিশ ক্রীড়া পরিসংখ্যানবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার ১০ হাজারের বেশি সিমুলেশন ব্যবহার করে এ অনুমান করেছে। অনুমান অনুযায়ী, ফাইনালে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পাবে লুইস এনরিকের পিএসজিকে।
রিয়াল ও আর্সেনালের মধ্যে কোন দল সেমিফাইনালে উঠবে—এই সম্ভাবনা বিশ্লেষণ করতে গিয়ে সুপার কম্পিউটার কোনো দলকেই খুব একটা পিছিয়ে রাখেনি। রিয়ালের সম্ভাবনা দেখানো হয়েছে ৪৯.৮ শতাংশ, আর্সেনালের ৫০.২ শতাংশ।
সুপার কম্পিউটার লা লিগার ভবিষ্যদ্বাণীও হালনাগাদ করেছে। সেখানেও রিয়ালের জন্য সুখবর নেই। অপ্টার সুপার কম্পিউটারের অনুমান অনুযায়ী, এবারের লা লিগার শিরোপা জয়ে বার্সেলোনাই একচ্ছত্র ফেবারিট। কাতালান ক্লাবটির লা লিগা জয়ের সম্ভাবনা ৮৫.২০ শতাংশ।