বেনাপোল পোর্টথানার পাশের বসতবাড়িতে দূর্ধষ চুরি।
আজকের কথা(বেনাপোল) : যশোরের বেনাপোলে পোর্টথানার পাশেই সাঈদ নামে এক ব্যবসায়ীর বাড়িতে দূর্ধষ চুরি সংঘটিত হয়েছে।
গত দুই দিনের মধ্যে কোন এক সময় বাড়িতে লোকজন না থাকার সুযোগে চিহ্নিত একটি চোর চক্র বাড়িতে তালা ভেঙে সংসারে ব্যবহৃত মুল্যবান সামগ্রী সব নিয়ে যায়।
এ ঘটনায় গতকাল বাড়ির মালিক র মৌখিক অভিযোগে পুলিশ চোরদেরকে ধরে চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধার করেছে। তবে চোর চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারি পরিদর্শক জাহিদুল ইসলাম জাহিদ জানান, লিখিত কোন অভিযোগ দায়ের না হওয়ায় চোর চক্রের বিরুদ্ধে মামলা হয়নি। তবে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার হয়েছে।
এদিকে পোর্টথানার ৫০ গজের মধ্যে বসত বাড়িতে দূধর্ষ চুরির ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাঈদ হোসেন জানান, যারা চুরি বা ডাকাতির সাথে জড়িত তারা অধিকাংশ ভবারবেড় গ্রামের চিহ্নিত অপরাধী। এর আগেও বেনকপোল বন্দর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে বড় বড় চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও দূর্বৃত্তদের পুলিশ ধরতে না পারায় একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে।
প্রেরক:
বেনাপোল