দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে আসা অবৈধ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
আজকের কথা ডেস্ক: দিল্লীর জাহাঙ্গিরপুরী মেট্রো স্টেশনের কাছে অভিযান চালিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং এখানে অবস্থানকালে ভুয়া নাম-পরিচয়ে বসবাস করছিলেন।
বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম কয়েকদিন ধরে ওই অঞ্চলে নজরদারি চালায়। এরপর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা হরমোনাল ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং অদূর ভবিষ্যতে তাদের লিঙ্গ পরিবর্তনের সার্জারি হওয়ার কথা ছিল। তারা দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছেন, তাদের কারো কাছেই বৈধ পাসপোর্ট বা ভিসা নেই। তারা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে এক এজেন্টের সহায়তায় ভারতে প্রবেশ করেন এবং পরে দিল্লিতে চলে আসেন চিকিৎসার উদ্দেশ্যে।
ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ এজেন্টদের সন্ধানেও তল্লাশি চালাচ্ছে বলে জানানো হয়েছে।